ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমিল্লার ২৩ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান অতিথি হিসাবে গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতটি জেলা ও কুমিল্লার দেবিদ্বার, মনোহরগঞ্জসহ ২৩ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন – এর শুভ উদ্বোধন করেন।

এসময় ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র  মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মানবতার সেবক কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অাবু তাহের, প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।

এছাড়াও উক্ত ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা, মানবাধিকার সংগঠনের নেত্রীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেত্রীবৃন্দরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.