“””””ভারসাম্যহীন আবু বক্কর সিদ্দিকের জীবনের কাহিনী”””””

ফেনী প্রতিনিধি: ফেনী শহরে রোমিও জুলিয়েট খ্যাত এক মানসিক ভারসাম্যহীন দম্পতির দীর্ঘ দিন  সুখ ছিলনা,  ছিলনা সুখের ঠিকানা, রাত কাটাতেন রাস্তা পাশে, সরকারি  অফিস আদালতের বারান্দায়। হঠাৎ একরাতে তাদের একমাত্র  সন্তানটি চুরি হয়ে যায়। তার পর থেকে  কাটাছেন জীবন অনাহারে অর্ধহারে শুরু হয় অনেক কষ্টের  জীবন। ২০১৭ সালের ১৫ মে তাদের কোল জুড়ে আরেকটি সন্তান আসে কন্য সন্তান তার নাম রেখেছিল তারা রানী। কিন্তু জম্মের ২দিন পরেই বিভিন্ন অসুখের কারনে তাদের সেই মেয়ে রানী ও মারা যায় । তার পরে মানসিক ভাবে আরো বেশি ভেঙ্গে পড়ে সেই দম্পতি।মেয়ের শোক আর অভাব অনটনে গত ০৫ জুন পবিত্র ঈদুল ফিতরের দিন মারা গেছেন সেই জুলিয়েট।

ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলরে মাহতাব উদ্দিন মুন্নার সহযোগিতায় জুলিয়েটের দাফন সম্পন্ন হয়েছে ফেনী পৌর কবরস্থানে তার মেয়ে রাণীর পাঁশে।সেদিন রোমিও কাউন্সিলরকে বলেছিল সে সুস্থ জীবনে ফিরতে চায়। তারই ধারাবাহিকতায় আজ ১১ জুন সকালে আবু বক্কর সিদ্দিক প্রকাশ রোমিও  কে একটি রিক্সা এবং তার বসবাস করার জন্য  প্রয়োজনীয় জিনিস পত্র হস্তান্তর করেন তিনি। এসময় ফেনীর সাংবাদিক, ও স্থানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবু বক্কর সিদ্দিক বিটিসি নিউজকে জানায়, আর সে ভিক্ষা করবেনা, কাজ করে খাবে, তাই সে সমাজের সবার কাছে দোয়া ও ভালবাসা চান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.