সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার পদ শূন্য : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি:  আজ মঙ্গলবার সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা অফিস ও সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে আট হাজার ৮৯৩টি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে এতথ্য জানান।

এছাড়া চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মাধ্যমিক স্তরে ২০১৮ খ্রিষ্টাব্দে ৩৭ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে।

এসময় ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ২০০৯ খ্রিষ্টাব্দে ৫৫ দশমিক ৩১ শতাংশ, ২০১০ খ্রিষ্টাব্দে ৫৫ দশমিক ২৬ শতাংশ, ২০১১ খ্রিষ্টাব্দে ৫৩ দশমিক ২৮ শতাংশ, ২০১২ খ্রিষ্টাব্দে ৪৪ দশমিক ৬৫ শতাংশ, ২০১৩ খ্রিষ্টাব্দে ৪৩ দশমিক ১৮ শতাংশ, ২০১৪ খ্রিষ্টাব্দে ৪১ দশমিক ৫৯ শতাংশ, ২০১৫ খ্রিষ্টাব্দে ৪০ দশমিক ২৯ শতাংশ, ২০১৬ খ্রিষ্টাব্দে ৩৮ দশমিক ৩০ শতাংশ, ২০১৭ খ্রিষ্টাব্দে ৩৭ দশমিক ৮১ শতাংশ এবং ২০১৮ খ্রিষ্টাব্দে ৩৭ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে।

এমপিও ভুক্ত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর আবারও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। তবে এবার আগেরবারের চেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, দীর্ঘ দিন ধরেই আমাদের সংসদ সদস্যরা এমপিও নিয়ে সংসদে কথা বলছেন। সরকারের গত মেয়াদে আমিও বলেছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সর্বশেষ বার সরকার ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। এবার আরো অনেক বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।

তিনি এছাড়াও বলেন, বাজেট প্রাপ্তি অনুযায়ী এমপিও ভুক্ত করা হবে। তবে সেই সংখ্যা কোনোভাবেই ৩ হাজার অতিক্রম করবে না। তিন হাজারের আশেপাশে হতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.