ভারত-পাকিস্তান কর্তারপুর করিডোর খুলে দেয়া হচ্ছে আজ

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে কর্তারপুর করিডর খুলে দেয়া হচ্ছে আজ শনিবার। এ করিডোর ব্যবহার করে পাকিস্তানের কর্তারপুরের শিখ মন্দিরে যেতে পারবেন ভারতীয়রা।

এ শিখ মন্দিরটি শিখ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। তাই এ করিডোরের উদ্বোধনী বক্তব্যে সার্বিক সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (৯ নভেম্বর) যারা শিখ মন্দিরটিতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা সানি দেওলসহ আরও অনেকে।

গুরু নানকের ৫শ’ ৫০তম জন্মবার্ষিকীর আগে আজ ভারতের তীর্থযাত্রীদের প্রথম দলটি পাকিস্তান যাচ্ছে। কর্তারপুর করিডর ব্যবহারে ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা না লাগলেও পাসপোর্ট এবং গুরুদুয়ারায় যাওয়ার অনুমতিপত্র লাগবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.