সৈয়দপুরে গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের জন্য তৈরী খুটি লাগানোর আগেই ফেটে চৌচির

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে নির্মিতব্য গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের জন্য তৈরী করা খুটি লাগানোর আগেই ফেটে গেছে। তারপরও মাথার দিকে ফেটে চৌচির হওয়া খুটিগুলোই ঘরে লাগানো হয়েছে। এতে করে ভবিষ্যতে ফাটা অংশ আরও বড় আকারে ফাটলের মাধ্যমে ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

পাশাপাশি অল্প জায়গায় বেশি বাড়ি নির্মাণের কারণে ঘরের সাথেই যেভাবে টয়লেট নির্মাণ করা হয়েছে তাতে অল্প দিনের মধ্যেই তা সম্পূর্ণ গুচ্ছগ্রামের পরিবেশে বিপর্যয় ঘটাবে। দূর্গন্ধ ছড়ানোসহ ক্ষতিকর গ্যাসের প্রভাবে চরম অস্বাস্থ্যকর অবস্থায় পতিত হবে এলাকাটি। এনিয়ে আশেপাশের লোকজন বিষয়টি সংবাদকর্মীদের কাছে তুলে ধরেন।

আজ (৯ নভেম্বর) শনিবার দুপুরে গুচ্ছগ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি ঘরের দু’একটি খুটির উপরিভাগে ভেঙ্গে গেছে। কোন কোন খুটির মাঝ বরাবর টিন লাগানোর জন্য নাটবল্টু লাগানোর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে গিয়ে ভেঙ্গে রড বেড়িয়ে পড়েছে। এরপরও ওই খুটিগুলোতে এঙ্গেল দিয়ে টিন লাগানো হয়েছে। যা ভবিষ্যতে আরও ভেঙ্গে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে।

ঘর সংলগ্ন টয়লেট নির্মাণের জন্য অত্যন্ত সংকীর্ণ স্থান দেওয়া হয়েছে। এতে অল্প দিনের মধ্যেই টয়লেটগুলো ভরে গিয়ে দূর্গন্ধ ছড়াতে পারে। কেননা টয়লেটগুলোতে সেপটি ট্যাংক হিসেবে মাত্র ৫টি সিমেন্টের রিং ব্যবহার করা হয়েছে এবং রিংগুলোর উপরেই স্লাব বসিয়ে লেট্রিন তৈরী করা হয়েছে। তাছাড়া টয়লেটগুলো এমনভাবে ঘরের পাশে নির্মিত হয়েছে যে হরহামেশাই টয়লেটের বিষাক্ত গ্যাস ঘরে প্রবেশ করে পরিবেশ দূষণ ঘটাবে এবং নানা প্রকার রোগ ছড়াবে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

গুচ্ছগ্রামের কাজের ঠিকাদার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আব্দুর রাজ্জাক মুঠোফোনে বিটিসি নিউজকে জানান, তিনি বাংলাদেশের প্রায় সকল গুচ্ছগ্রামের কাজই আমরাই করে থাকি। ইতোপূর্বে দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, লালমনিরহাট জেলায় গুচ্ছগ্রামের কাজ পেয়েছি যেগুলো এখনও চলমান রয়েছে। সৈয়দপুর উপজেলাতেও কাজ চলছে। আমরা যেভাবে নির্দেশনা পেয়েছি সেভাবে কাজ করা হচ্ছে। তবে এত অল্প জায়গায় এতবেশি বাড়ি নির্মাণ অন্য কোথাও করা হয়নি।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বিটিসি নিউজকে বলেন, অল্প জায়গায় বেশি বাড়ি করতে হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এসব গুচ্ছগ্রামের বাড়ি নির্মাণের কাজ মূলতঃ আমরাই করে থাকি কোন ঠিকাদার দ্বারা করা হয়না। খুটিগুলো অনেক বেশি শক্ত করে তৈরী করা হয়েছে তাই খুটির সাথে এঙ্গেল লাগাতে গিয়ে রড বাকা করার সময় কয়েকটি খুটির মাথা ভেঙ্গে গেছে মাত্র। সেগুলো মেরামত করে দেওয়া হবে। কোন খুটির মাঝ বরাবর ভাঙ্গেনি। যদি ভেঙ্গে থাকে তাহলে অবশ্যই বদল করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এম কে আনোয়ার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.