ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে গ্রেফতার-১৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ১৪ জনকে গ্রেফতার করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ১০ জন নারি ও ১ জন শিশু রয়েছে।
আটককৃতরা নিজেদের বাংলাদেশী বলে দাবি করে। বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সুত্রে জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একদল লোক অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি’র মাটিলা বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জিরো লাইন ১০০ গজ বাংলাদেশের ভিতর থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা তাদের বাড়ি বগুড়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, খুলনা, নড়াইল ও মাগুর জেলায় বলে দাবি করেন। বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানাতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.