বানারীপাড়ায় লোকালয়ে দুই হনুমানের অবাধ বিচরণ

বরিশাল ব্যুরো: বেশ কয়েক দিন ধরে বানারীপাড়া পৌর এলাকায় দুই হনুমানের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। এরা কখনো গাছে, দালানের কার্নিশ, টিনের চাল, ছাদের পানির ট্যাংকের ওপর স্বাধীনভাবে বসছে।
পাশাপাশি তাদের মানুষজন দেখতে ভিড় করছে। কৌতূহলী অনেকে বিভিন্ন ফল, সবজি ইত্যাদি ওদের সামনে দিচ্ছে খাবারের জন্য।
সরজমিনে ঘুরে দেখা গেছে, স্হানীয়রা হনুমান দুটিকে খাবার দিলে এরা এসে সেসব খাবার শান্তভাবে নিয়ে যাচ্ছে। হনুমান দুটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডেই বিচরণ করছে। ওরা এখন পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ এদের উত্ত্যক্ত করলে মাঝেমধ্যে হাত-পা ছড়িয়ে ভয় দেখায়।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কৃষ্ণ কান্ত বিটিসি নিউজকে বলেন, আমার বাড়িতে এরা প্রায়ই আসে। আমরা খাবার দেই। হনুমান দুটিকে যদি পুনর্বাসন করা যায় তাহলে ভালো হবে। লোকজন যে খাবার ছিটিয়ে দেয় তাতেই ওদের খিদে মিটে যায়।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বিটিসি নিউজকে বলেন, কয়েক দিন ধরে এলাকায় এদের দেখা যাচ্ছে। হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এদেরকে যেন কেউ উত্ত্যক্ত না করে।
পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল বিটিসি নিউজকে বলেন, পৌরসভার পরিষদবর্গের সঙ্গে বসে হনুমান দুটির ব্যাপারে ব্যবস্থা নেব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.