ভারতে সংগীতশিল্পী ও কংগ্রেস নেতা সিধুকে গুলি করে হত্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের জনপ্রিয় সংগীতশিল্পী ও কংগ্রেস নেতা সিধু মোচওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিধুর দুই বন্ধু আহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাঞ্জাবের পুলিশ বলছে, কানাডাভিত্তিক গ্যাং গোল্ডি ব্র্যার এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
আজ রবিবার (২৯ মে) দুই বন্ধুকে নিয়ে গাড়িতে করে সিধু পাঞ্জাবের জওহর কে গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন। এমন সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ সিধুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঞ্জাবের রাজ্য সরকারের পক্ষ থেকে সিধুসহ ৪২৪ জনকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার একদিন পরই তাঁকে হত্যা করা হলো। এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শুভদীপ সিং সিধু নামের ২৮ বছর বয়সি পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মোচওয়ালা নামেই পরিচিত ছিলেন। কয়েক বছরে সুপারহিট কিছু সংগীত উপহার দিয়েছেন সিধু। তাঁর গানের ভিডিওতে বেশি বেশি পিস্তলের ব্যবহারের কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে বলেছেন, তিনি এ ঘটনায় হতবাক হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.