খারকিভে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাদের উপহার দিলেন জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তুমুল লড়াই চলছে, এমন এলাকায় গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেন আগ্রাসনের পর খারকিভে বেশ কয়েকবার দুই দেশের বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়। এখন এমনই একটি সময় চলছে, ইউক্রেনের সেনারা খারকিভ পুনর্দখলে ব্যাপক লড়াই করছেন। এই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সেনাদের মাঝে হাজির হলেন।
খারকিভে পৌঁছে সেনাদের সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি সেনাদের উপহারও দেন।
সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, আমাদের জীবন বাঁচাতে ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.