ভারতের লোকসভা নির্বাচনে কাশ্মীরে ভোট কেন্দ্রে গ্রেনেড হামলা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দেশটির জম্মু-কাশ্মীরের পুলওয়ামার একটি ভোট বুথে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।

এছাড়া পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় আজ সোমবার ৭ রাজ্যের ৫১ আসনে ভোটগ্রহণ চলছে। এসব আসনে ভোটার সংখ্যা প্রায় ৯ কোটি। এই ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৬৭৪ প্রার্থীর।

আজকের নির্বাচনে পঞ্চম দফায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানির মতো হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন।

আজ সোমবার পশ্চিমবঙ্গের ৭, উত্তর প্রদেশের ১৪, বিহারের ৫, রাজস্থানের ১২, মধ্যপ্রদেশের ৭, জম্মু-কাশ্মীরের ২ এবং ঝাড়খন্ডের ৪ আসনে ভোটগ্রহণ হবে।

উত্তর প্রদেশের রায় বরেলি আসন থেকে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও আমেথি আসন থেকে লড়ছেন  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রায় বরেলিতে সোনিয়ার মূল প্রতিদ্বন্দ্বী সাবেক কংগ্রেস নেতা ও বর্তমানে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। আর আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী বর্তমান মন্ত্রী স্মৃতি ইরানি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.