ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের গাদচিরুলিতে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন মাওবাদীদের হামলায় । এই হামলায় নিহত হয়েছে পুলিশের গাড়ির চালকেরও।  

স্থানীয় বাসিন্দাদের কাছে পুলিশ জানতে পেরেছে বিস্ফোরণের পরেই ওই গাড়ি এবং আহত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদী গেরিলারা।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, ওই গাড়িতে ১৬ জন সি-৬০ কমান্ডো ছিলেন। প্রত্যেককেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিহত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, মাওবাদী হামলায় যাদের প্রাণ গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি।

উল্লেখ্য:  গতকাল মঙ্গলবার থেকে গোটা রাজ্যে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। তার মাঝেই এই বড় হামলা চালাল মাওবাদীরা।

এক বছর আগে গাদচিরুলিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় মাওবাদী সংগঠনের ৪০ জন সদস্য।

তাদের মধ্যে ওই জেলার বেশ কিছু প্রথম সারির নেতৃত্বও ছিলেন।

তাদের ৪০ জন সদস্য নিহতের ঘটনায় গত রবিবার হুমকি দিয়ে পোস্টার দিয়েছিল মাওবাদীরা। সেখানে তারা বলে এক বছর আগে সংগঠনের ৪০ জন গেরিলা নিহতের বদলা নেবে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.