ভারতের চেন্নাইয়ে খরা, বিশেষ ট্রেনে নেয়া হচ্ছে পানি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের চেন্নাইয়ে খরায় পানির চাহিদা মেটাতে ২৫ লক্ষ লিটার পানি নিয়ে যাচ্ছে একটি বিশেষ ট্রেন। আজ শুক্রবার ট্রেনটি সেখানে পৌঁছাবে।  ভারতের সাউদার্ন রেলের কর্মকর্তারা জানায়, ৫০ ওয়াগনের পানিভর্তি ট্রেন তামিলনাড়ুর ভেলোর থেকে চেন্নাই পৌঁছাবে আজ শুক্রবার বিকেলে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, আজ শুক্রবার সকালে জোলারপেট স্টেশন থেকে ছেড়েছে পানিবাহী বিশেষ ট্রেন। ট্রেনটির প্রতিটি বগিতে ৫০ হাজার লিটার পানি আছে। মূলত খরার কারণে চেন্নাইয়ে মানুষদের দুর্দশা কমাতেই পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু কর্তৃপক্ষ। এই প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ট্রেনটি গতকাল বৃহস্পতিবার পৌঁছনোর কথা থাকলেও ট্যাংক ও রেলওয়ে স্টেশনের সংযোগরক্ষাকারী ভালভে লিক থাকায় ট্রেনটি একটু দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
খরায় বর্তমানে প্রতিদিন ৫২৫ মিলিয়ন লিটার পানি সরবরাহ করছে চেন্নাই। তামিলনাড়ুর পানি পেলে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.