ভারত’র ২ করোনা টিকা মানব জাতিকে রক্ষা করবে দাবী মোদি’র

(ভারত’র ২ করোনা টিকা মানব জাতিকে রক্ষা করবে দাবী মোদি’র)
বিশেষ (কলকাতা) প্রতিনিধি: ভারতকে কিছুদিন আগেও মেডিকেল যন্ত্রপাতি আমদানী করতে হতো। তবে সেই ভারতই এখন নিজস্ব প্রযুক্তিতে করোনা ভ্যাকসিন তৈরী করে মানব জাতির বাঁচানোর ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার (০৯ জানুয়ারী) প্রবাসী ভারতীয়দের সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯তম প্রবাসী ভারত দিবস উপলক্ষে একটি ভার্চুয়াল সম্মেলনে মোদির দাবী, ‘‘এই কিছুদিন আগেও পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটরসহ টেস্টিং কিট বাইরে থেকে আমদানী করত ভারত।
তবে এখন আমাদের দেশ আত্মনির্ভর।’’ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরী ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সম্প্রতিভারতের জরুরী ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। সেই প্রসঙ্গেই মোদির মন্তব্য, ‘‘আজ আমরা ভারতে তৈরী ২টি কোভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে মানব জাতিকে রক্ষা করতে তৈরী।’’
এদিকে মহামারি করোনাভাইরাসের মধ্যেও প্রবাসী ভারতীয়রা ভারতের মুখ উজ্জ্বল করছেন বলে প্রশংসা করেছে নরেন্দ্র মোদি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.