ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবে ৪৯টি মামলা, আসামী-৩৫ হাজার, গ্রেফতার-৫৫

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের  তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫ হাজার জনকে আসামী করা হয়েছে।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৯টি মামলার মধ্যে সদর থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়। এর মধ্যে ৩৯টি মামলার সব আসামী অজ্ঞাতনামা। বাকি ১০টি মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেককে শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব আসামিকে গ্রেফতার করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.