ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ওই নির্বাচনী কার্যালয়ে থাকা মো. আদেল নামে এক যুবক জানান, দুপুরের দিকে একাধিক যুবককে অফিসের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ করা হয়। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হয়। মিনিট দশেক পর ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছোড়া হয়। তবে এ সময় অফিসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল অভিযোগ করেন, ওই অফিসের পাশেই এক স্বতন্ত্র প্রার্থীর সভা আহবান করা হয়। ওই প্রার্থীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।
ঘটনাস্থলে থাকা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। কিভাবে কি ঘটেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.