ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে ১১ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় ডাকাতি কাজে ব্যবহারিত ৫৪টি ককটেল, ৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, একটি খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আতুশাল এলাকার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাইক্রোবাস থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আসামিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনায় মহাসড়কে চলাচলকারী গাড়ীতে এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানে ডাকাতি কার্যক্রম চালাতো বলে জানান র‌্যাব কর্মকর্তা।
এই চক্র মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ, জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.