ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমজাদ হোসেনের চিকিৎসা শুরু

ঢাকা প্রতিনিধি: আজ বুধবার বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। আমজাদ হোসেনের সঙ্গে রয়েছেন তার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।

এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তেঁজগাওয়ের ইমপালস হাসপাতাল থেকে সরাসরি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।

 

 

আজ সকালে আমজাদ হোসেনের ছোটে ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান ব্যাংকক পৌঁছোনোর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আসার সঙ্গে সঙ্গে বাবার চিকিৎসা শুরু হয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে আমজাদ হোসেনকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ইমপালস হাসপাতালে। এই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.