‘ব্যর্থ হওয়ার শাস্তি’, রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্করাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে বরখাস্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ইউক্রেন আক্রমণের শুরু থেকে সামরিক সরবরাহের দায়িত্বে ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে। রুশ বাহিনীর মারিউপোল অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল মিখাইল মিজিনসেভ।
বুলগাকভের পদত্যাগকে ব্যাপকভাবে ইউক্রেন জুড়ে ব্যর্থ সামরিক অভিযানের শাস্তি হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার সাত মাস পর, বিশ্লেষকরা একমত যে প্রেসিডেন্ট পুতিনের বাহিনী পিছিয়ে আছে।
এমন সময় এই খবর সামনে এলো যখন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য গণভোট চলছে। পুতিন রিজার্ভ সেনার আংশিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। এছাড়া সম্মুখযুদ্ধেও রুশ বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.