বেলকুচি পৌরসভায় দুর্গাপূজা উদযাপনে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোউৎসব উপলক্ষ্যে বেলকুচি উপজেলায় পৌর পূজা উদযাপন কমিটি ১৬টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
আজ রবিবার (১০ অক্টোবর) বিকালে বেলকুচি পৌরসভার সভাকক্ষে পৌরসভার সার্বিক আয়োজনে মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অংশ গ্রহণকারীরা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন,শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বেলকুচি পৌরসভায় ইতোমধ্যে সকল প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। অতীতের চেয়ে আরও সুন্দর ও সফলভাবে যেন পূজা উদযাপন হয়, সে লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর ফজলু হক (ফজল) পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্রসাশনিক কর্মকর্তা আমিনুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি হেমন্দ্রনাথ চৌধুরী,সাধারন সম্পাদক বৈদ্যনাথ রায়,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা,নিতাই চন্দ্র সাহা,ইশোক সাহা, লিটন সাহাসহ পুজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.