বগুড়ায় শ্রমিক মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ


বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাগইল এলাকায় শ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। আজ রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক চার লেন কাজের জন্য কাগইল থেকে মোকামতলা অংশে ঠিকাদারি প্রতিষ্ঠান এর অভ্যান্তরিন কোন্দল ও চাঁদাবাজি কেন্দ্র করে শ্রমিক মারপিটের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে সকালে শ্রমিকরা একত্র হয়ে মহাসড়ক অবরোধ করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ আলমগীর হোসেন বিটিসি নিউজকে জানান, অবরোধের খবরে আমরা সেখানে যাই। তারপর তাদের সাথে কথা বলে সড়ক স্বাভাবিক করি। মারধর বা চাঁদাবাজির কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.