বেলকুচিতে ১৮ লিটার অ্যালকোহলসহ আটক-১

বেলকুচির (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১৮ লিটার অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। এ সময় নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
আটক ইয়াসিন আরাফাত উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ আলমের ছেলে।
সোমবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত বিন আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
মেজর রিফাত বিন আসাদ আরও জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস দল জেলার বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৮ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ১ জনকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১ টি মোবাইল ও নগদ ৬ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অ্যালকোহলযুক্ত তরল পদার্থ ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ আসামীকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.