বেলকুচিতে লোকনাথ ব্রহ্মচারীর ভোগ উৎসব

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে লোকনাথ ব্রহ্মচারীর ভোগ উৎসব পালিত হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুরে দৌলতপুর ইউনিয়নের পেস্তক খুকনী দাসপাড়া এ উৎসব পালিত হয়।
উৎসবকে ঘিরে এলাকায় পূর্নার্থীদের ভিড় বেড়েছে। দিনভর পূজা-অর্চণা শেষে দুপুরে প্রায় ৫শতাধিক ভক্তকে ভোগ দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালর ২ মার্চ দুপুরে স্থানীয় স্বপন চদ্র দাসের পূত্র সঞ্জয় দাস বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে লোকনাথ ব্রহ্মচারীর একটি মুর্তি পায়। ইহার উচ্চতা প্রায় দেড় ফুট। তারপর থেকে স্বপ্নযোগে পাওয়া নির্দেশনা মোতাবেক প্রতিবছর ভোগ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসব দিন দিন আগত পূর্নার্থীদের সংখ্যা বাড়ছে। এদের পূজা ও ভোগ উৎসবকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে একটি মন্দির প্রয়োজন।
এছাড়া লোকনাথের ভোগ উৎসবের কলেবরকে আরও বৃদ্ধি করতে এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠায় সঞ্জয় দাস সকলের সহযোগিতা কামনা করছেন। এসময় তারাপদ দাস, পুরােহিত সবুজ কুমার, গােবিন্দ খলিফা ও নগদ চদ্র দাস উপস্থিত ছিলন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.