বেলকুচিতে লকডাউনে প্রশাসন প্রথম দিনে ২৭ জনকে জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (১৪ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট আনিসুর রহমান। সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও মাস্ক পরিধান না করায় ২০ জনকে ১৭ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিন শীষ চালা থানা এলাকায় ৭ জনকে ৯শত ২০ টাকা জরিমান করেন।
এসময় বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাসহ পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.