বেলকুচিতে মৎস্য অভয়াশ্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বঙ্গবন্ধু সেতু এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু সেতু এলাকায় দক্ষিনে ৬ কি,মি ও উত্তরে ৬ কি,মি মোট ১২ কিলোমিটার এরিয়াজুড়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মতবিনিময় সভা বেলকুচিতে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার সাহেদ আলী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, অফিস সহকারী রানা সরকার, ক্ষেত্র সহকারি মাহফুজুর রহমান, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য অফিসের ষ্টাফরা উপস্থিত ছিলেন। বক্তারা এসময় মৎস্য চাষ, উন্নয়ন,সাহায্য ও করোনাসহ নানামুখী দিকনির্দেশনা মুলক গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.