বেলকুচিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করলেন পৌর মেয়র রেজা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার  ৯টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পৌর সভার সহযোগিতায় ও এইড বাংলাদেশের বাস্তবায়নে পৌর এলাকার চালা থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।
উদ্বোধন কালে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমি বেলকুচি পৌর এলাকা একটি পরিচ্ছন্ন বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বেলকুচি পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীরা যথাযথ ভাবে কাজ করবেন। পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, কাজে কোনো প্রকার গাফিলতি বা ফাঁকি দেওয়া যাবে না, সততার সাথে পরিচ্ছন্ন কর্মীদের কাজ করতে হবে। যে সমস্ত স্থানে জনসমাগম বেশি সেই সমস্ত জায়গা সব সময়ের জন্য পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা ওয়ারেছ কবির, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, প্রকল্প পরিচালক নাজিমুল ইসলাম, আহম্মদ উল্লাহ (মমিন), আলমগীর হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.