বেলকুচিতে প্রায় একযুগ পর উপজেলা আ. লীগের সম্মেলন হতে যাচ্ছে 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দশ বছর পর আগামী ২৩ মে অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে বেলকুচি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর আ.লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মে) বেলকুচি উপজেলা আ.লীগের সম্মেলনে সভাপতি পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মোট ৩ জন, সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৭ জন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন হলেন, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য। বেগম আশানুর বিশ্বাস সহ-সভাপতি বেলকুচি উপজেলা আওয়ামীলীগ। ইকবাল রানা কার্যকরী সদস্য বেলকুচি পৌর এলাকার ৪নং ওয়ার্ড।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন হলেন, ফজলুল হক সরকার, সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা আ.লীগ।
আব্দুল হামিদ আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা আ.লীগ। মোহাম্মদ আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক বেলকুচি উপজেলা আ.লীগ। ফজলুল হক ভাসানী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বেলকুচি উপজেলা আ.লীগ। ইউসুফ আলী শেখ, সাবেক যুগ্ম-আহ্বায়ক বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগ। মাহমুদুল হাসান সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বনানী থানা আ.লীগ। সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক।
সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুঁইয়াকে প্রধান করে, সিরাজগঞ্জ জেলা আ.লীগের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এ,এইচ,এম খাইরুজ্জামান লিটন। আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.