বেনাপোল ১৬টি স্বর্ণের বারসহ আটক-১

যশোর প্রতিনিধি: বেনাপোলের সীমান্ত এলাকা গোগা থেকে ১৬ পিস স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন খবরে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী গোগা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। পরে তার দেহ তল্লাশি করে ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা।
স্বর্ণ পাচারকারী জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে আট কেজি স্বর্ণসহ ৫ জনকে আটক করেছেন। জব্দকৃত এসব স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ৬ কোটি টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.