বেনাপোল বন্দর দিয়ে সেনাবাহিনীর “১০টি ঘোড়া” আমদানি

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত ১০ টি উন্নতমানের  আমদানিকৃত ঘোড়া  মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় ভারতের পেট্রাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ঘোড়া গুলো এবং রফতানি কারক এর প্রতিনিধি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য বেনাপোল বন্দরে অপেক্ষা করছে।
ভারতের কোলকাতা ”বারাসাতের বিধাতা সাপ্লাইয়াসর্” এর ম্যানেজার দিপেস গোস্বামী বলেন তাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী (ডিজিডিপি) ১লক্ষ্য ১১ হাজার ডলারে ঘোড়া গুলো আমদানি করে, যা বাংলাদেশী টাকার ৯৩ লক্ষ ২৪ হাজার টাকা। এ ঘোড়া গুলো উন্নতমানের প্রশিক্ষন প্রাপ্ত ঘোড়া। তিনি বলেন, গত রোববার ভারতের দিল্লি থেকে ঘোড়াগুলোর কাগজপত্রর আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশে ২টি গাড়িতে করে নিয়ে আসা হয়।
তিন দিন পর বাংলাদেশের বেনাপোল বন্দরে ঘোড়ার গাড়ি দুটি প্রবেশ করে। আগামি কাল কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্য রওনা করা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.