বুদ্ধিজীবীদের হত্যা জাতিকে মেধাশূন্য করার নীল নকশা জেলা প্রশাসনের আলোচনা সভা 

খুলনা ব্যুরো:  পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা তৈরী করে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আগ থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত। সেদিনের সেই পরাজিত শক্তির দোসররা যেন এদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের আত্মহুতি এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভায় অতিথিবৃন্দ একথা বলেন শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহসান শাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অন্যতম সংবিধান প্রণেতা অ্যাডভোকেট এনায়েত আলী, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.