বুক পয়েন্টের চন্দন কুমার মারা গেছেন


প্রেস বিজ্ঞপ্তি: বিশিস্ট বই ব্যবসায়ী সাহেব বাজারের বুক পয়েন্টের মালিক চন্দন কুমার বৈশ্য মারা গেছেন। আজ শনিবার বেলা একটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি মস্তিস্কে সংক্রামন জনিত রোগে ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টায় পঞ্চবটি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শোক প্রকাশ

বিশিস্ট বই ব্যবসায়ী সাহেব বাজারের বুক পয়েন্টের মালিক চন্দন কুমার বৈশ্যর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাধিনতা চিকিৎসক পরিষদ জেলা সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, কলামিস্ট প্রশান্ত সাহা, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, সাংবাদিক সুব্রত সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যসোসিশেসন সৈয়দ মিসফাক আলী , ব্যবসায়ী তোফায়েল হোসেন, রাইসুল ইসলাম, মোহাব্বত খান গজনবী, বঙ্গবন্ধু পরিষদ সোনলী ব্যাংক শাখার নেতা তাহাসিন রেজা এবং আশিকুল ইসলাম।

বার্ত প্রেরক রাশেদ রিপন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.