‘বিশ্বে প্রতি বছর ১৪ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে মারা যান’ মতবিনিময় সভায় দেয়া তথ্য

কুমিল্লা ব্যুরো: ‘হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর মারা যান অন্তত ১৪ লাখ মানুষ। লিভার ৭০ ভাগ ক্ষতিগ্রস্ত হলেও কাজ চালিয়ে নিতে পারে। তবে এর বেশি হলে সমস্যার সৃষ্টি হয়। এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ প্রতিরোধ করে লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব।’
আজ শুক্রবার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা লিভার ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ ইজাজুল হক এই তথ্য জানান।
বিশ্ব লিভার দিবস উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক খায়রুল আহসান মানিক, অশোক কুমার বড়ুয়া, মহিউদ্দিন মোল্লা, ওমর ফারুকী তাপস, বাহার রায়হান, লিভার ক্লাবের জাহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব প্রমুখ।
সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিনামূল্যে এইচবিএসএজি পরীক্ষা ও স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.