বিশ্বের সবচেয়ে খুদে ঘোড়া পুমুকি!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে খুদে ঘোড়ার ঘোড়ার খবর মিলল এবার। জার্মানিতে খোঁজ পাওয়া ঘোড়াটি সম্ভত জায়গা করে নিতে চলেছে গিনেজ বুকে। নাম তার পুমুকি।
পুমুকির উচ্চতা ৫০ সেন্টিমিটার আর ওজন মাত্র ৩৫ কেজি। তবে, দারুণ ছুটতে পারে সে। আছে নানা প্রতিভাও। সে প্রফেশনাল থ্যারাপি দেয়, কিন্ডারগার্টেনে ঘোরে, প্রবীণদের হোমে যায়।
পুমুকির মালিক ক্যারোলা ভাইডারম্যান এসব জানানোর পাশাপাশি আরও বলেন, ‘পুমুকির বয়স এখন তিন বছর। সমবয়সীদের তুলনায় তাঁর ওজন ৫০ কিলোগ্রাম কম। অনেক মানুষের সন্তান ছোটখাট হয়। ওর ক্ষেত্রেও তাই।’
ক্যারোলা বলেন, ‘ও সত্যি ডার্লিং। আদর করতে, ভালোবাসতে ইচ্ছে করবে ওকে। পুঁচকে ঘোড়া বলে ওকে জড়িয়ে ধরা যায়।’
ঘরের মধ্যে জলখাবার খায় পুমুকি, বাকিরা সেটি পারে না বলে জানান পুমুকির মালিক।
ক্যারোলা গিনেজ বুকে পুমুকির নাম তোলার জন্য যোগাযোগ করছেন। তবে, এক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও এক বছর। পুমুকির বয়স চার হলে তবেই গিনেজে গ্রাহ্য হবে সে।
এর আগে একটি পোলিশ পনিরের (ঘোড়া) ৫৬ দশমিক সাত সেন্টিমিটারের রেকর্ড আছে। এরমধ্যে যদি পুমুকি আর না বাড়ে, তবেই সে দখল করে নেবে গিনেজের নতুন রেকর্ডে নিজের নাম।
ক্যারোলা ভাইডারম্যান বলেন, ‘অপেক্ষা করতে হবে। খুদে ডার্লিং আর না বাড়লে গিনেজকে জানাব। পুঁচকে ঘোড়ার জন্য এটা হবে খুব স্পেশাল।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.