বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নীড ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: গত রবিবার (১৪ ফেব্রুয়ারী) কলকাতার ডানলপ সংলগ্ন “নীড ফাউন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পথ চলা শুরু করল ৷
তাদের জন্য বিশেষ শিক্ষাদানের এবং ভবিষ্যত গঠনের উদ্দ্যেশ্য প্রথম পদক্ষেপ রাখল এই দিন থেকে৷ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা বারবার সুহৃদয় মানুষদের এই মহান কর্মকান্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ৷
অনুষ্ঠানে এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গান, নাচ, আবৃত্তির মত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ৷ তাছাড়াও এই সংস্থায় ব্যাঙ্কিং সেক্টরের জন্য ছাত্র ছাত্রীদের প্রস্তুত করা এবং পরিশেষে তাদের পাকাপাকি চাকরির ব্যবস্থা করা হয়, রয়েছে কম্পিউটর শিক্ষা প্রদানের ব্যাবস্থা, স্বল্পহারে ঋণ প্রদানের ব্যাবস্থা ৷
রেয়েছে আরও অনেক কর্মোদ্যোগ৷ আর এই ধরনের কর্মোদ্যোগ গুলির মাধ্যমে, এইসব শিশুগুলোর শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য যে অর্থের প্রয়োজন তা সংগ্রহ করা হয় ৷
বিটিসি নিউজের (বাংলাদেশ) এর পক্ষ থেকে নীড ফাউন্ডেশনের এই মহান উদ্যোগকে সম্মান জানায় এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
ভিডিও//ছবি সট:–বিটিসি নিউজ (বাংলাদেশ) এর (কলকাতা) ক্যামেরা পারসনসুবীর মন্ডল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.