ফেসবুকে মানহানিকর পোস্ট, নবীগঞ্জের ৫ যুবক কারাগারে 

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল লেখালেখির কারণে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নবীগঞ্জের ৫ যুবককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গত রোববার (১৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তরা হাজির হলে উভয় পক্ষের আইনজীবির দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক বেগম তানিয়া কামাল আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে।
আটককৃত আসামিরা হলো- নবীগঞ্জের দত্তগ্রাম শেখ পাড়া গ্রামের ছানু মিয়ার ছেলে এনামুল হোসেন (২৫), আলকাছ মিয়ার ছেলে সাইফুর রহমান (২০), কামরুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম (২৪), উছমান আলীর ছেলে তাহের আহমেদ (১৮) এবং শাহ হোসেন আলীর ছেলে শাহ শাহরিয়ার আহমেদ (২১)।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়া এলাকায় স্থানীয় দুর্বৃত্তদের অত্যাচারে একটি প্রবাসী পরিবারের জীবন বিপন্ন। উক্ত দুর্বৃত্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন স্থানে ওই পরিবারের প্রবাসী স্ত্রী খেলন বেগমের বিরুদ্ধে অশ্লালীন কথাবার্তা লিখে প্রচার করায় পরিবার ও স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় অন্তরকলহ। ভাঙন দেখা দিয়েছে সংসারে।
এছাড়া দুর্বৃত্তদের ভিত্তিহীন ফেসবুকে লেখালেখির কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন প্রবাসীর স্ত্রী খেলন বেগম। তাদের ভয়ে আশ্রয় নিয়েছিলেন বোনের বাসায় নবীগঞ্জ শহরে।
এ অবস্থায় আতংকিত ওই প্রবাসী পরিবার গত ৮ নভেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত (কগ-৫) এ সিআর ৪০৮/২০২০ইং, দঃবিঃ ৫০০/৫০১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
পাশাপাশি তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালতে দঃবিঃ ১০৭/১১৪/১১৭(সি) ধারায় অপর আরেকটি মামলা দায়ের করেন।
উক্ত মামলা দায়ের করার খবর পেয়ে দুর্বৃত্ত ও বখাটে উছমান আলী, শাহ হোসেন আলী ও রকমত মিয়া গংরা তাদের আত্মীয় এনামুল হোসেন, নজরুল ইসলাম, সাইফুর রহমান, ফয়জুর রহমান গংদের দিয়ে ফেসবুকে উক্ত প্রবাসীর স্ত্রী খেলন বেগম ও তার পরিবারকে নিয়ে মানহানিকর অশ্লীল লেখালেখি করায়।
পরে এ ব্যাপারে খেলন বেগম বাদী হয়ে দায়ীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (মামলা নং ১১/২০ইং, জিআর নং ২১২/২০ইং) দায়ের করেন।
আসামী পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট আলমগীর চৌধুরী এবং বাদী পক্ষে শুনানী করেন এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.