বিধিনিষেধ সফল করতে মাঠে নাটোরের ডিসি-এসপি


নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারী ভাবে ঘোষিত বিধিনিষেধ সফল করতে মাঠে নেমেছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ১০টায় যৌথ ভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের বিভিন্ন স্থানে বিধি নিষেধ পরিস্থিতি পরিদর্শন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার জাহান, সরকার ঘোষিত সাতদিনের বিধিনিষেধ সফল করতে জেলা প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। এরমধ্যে জেলার সাতটি উপজেলায় ইউএনও, এসিল্যান্ডদের পাশাপাশি ১৩জন ম্যাজিস্ট্রেট কাজ করছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এই বিধিনিষেধের মধ্যে যাতে কেউ যেন খাবারের কষ্টে না থাকে, সেজন্য সকল জনপ্রতিধিদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিভাজন করা হয়েছে। জেলার সাতটি উপজেলা এবং আটটি পৌরসভায় মোট ৯০লাখ ৭১হাজার টাকা এবং ২০মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.