সুবর্ণচর উপজেলায় অবৈধ বালু উত্তোলন কারীর অর্থদণ্ড  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনকারীদের ৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মেস্ত্রী বাড়িতে।
এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চরজব্বার থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী বালু উত্তোলন করায় ১ টি মামলায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে বালু উত্তোলনের মেশিন ও যন্ত্রপাতি স্থানীয় ইউপি মেম্বার রাশেদ নিজামের জিম্মায় দেওয়া হয় এবং মেশিনের মালিকে সতর্ক করে দেয়া হয়। আর বালু উত্তোলন করবে না মর্মে  মুচলেকা নেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.