বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় হতাশায় ভুগছেন হাতীবান্ধাবাসী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাবাসী গত ২০ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় হতাশায় ভুগছেন।

গত রোববার সন্ধা ৭ টার দিকে বিদ্যুৎ চলে গেলেও সোমবার দুপুর ২.৩০ মিনিট পেরিয়ে গেলেও বিদ্যুৎ আসার কোন লক্ষণ নেই। বিদ্যুৎ বিতারনকারীদের উদাসীনতায় ক্ষিপ্ত হচ্ছেন উপজেলা বাসী ।

বিদ্যুৎ না থাকায় বিভিন্নজন বিভিন্ন ভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই চলছে।

এদিকে হাতীবান্ধা বিদ্যুৎঅফিসের উপজেলা সহ-প্রকৌশলী অনোয়ার হুসেইনকে মোবাইল ফোনে বার বার কল করলে তিনি ফোনটি কেটে দেন।

এর আগে গতকিাল শুক্রবার সন্ধায় লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা বাসস্ট্যান্ড ও ফকিরপাড়া বাসস্ট্যন্ডে বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা।

প্রত্যদর্শীরা বিটিসি নিউজকে জানান, সন্ধা ৭ টার দিকে বিক্ষুব্ধ জনতা বড়খাতা বাসস্ট্যান্ড ও ফকিরপাড়া বাসস্ট্যন্ডে এলাকায় আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছের গুড়ি ফেলিয়ে এক ঘন্টা অবরোধ করে। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিলও বিদ্যুতে দাবী জানান।

এ সময় লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম) সংসদ সদস্য মোতাহার হোসেন ঘটনা স্থালে উপস্থিত হয়ে স্থানীয় জনতাদের কাছে এক দিনেয় সময় চেয়ে সড়ক অবরোধ তুলে নেন।

স্থানীয় মনিরুল ইসলাম জানান, গত ৫ দিন ধনে এলাকায় বিদ্যুৎ নেই তাই আজ বাধ্য হয়ে সবাই মিলে সড়ক অবরোধ করছি। তিনি আরও বলেন,পাশ্ববর্তী উপজেলায় সব সময় বিদ্যুৎ থাকে আমাদের উপজেলায় নাই কেন?

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.