বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবীতে পঞ্চগড়ে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন 

পঞ্চগড় প্রতিনিধি: বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার শাখার আয়োজনে শহরস্থ পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল হাই, সাধারন সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ,ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক হাফেজ মো.সোহেল রানা,
শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সুজন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, সাধারন সম্পাদক শাহপরান সুজনসহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে পাঠ্যক্রম ২০২৩ সংস্কারসহ পাঠ্যক্রম প্রণয়নে দোষীদের শাস্তির দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.