বাগমারায় আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠিত এ্যাথলেটিকস প্রতিযোগীতায় উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, বর্শানিক্ষেপসহ বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে।
বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর, কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চিমান আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সুধিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.