বিএসটিআই রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিএসটিআই প্রতিবেদক: গত ১২-০১-২০২১খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এবং বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে জুয়েলারী দোকানে অবৈধভাবে ভরি বাটখারা ও কাপড়ের দোকানে অবৈধভাবে গজ-কাঠির ব্যবহারের ফলে মেসার্স নিরব জুয়েলার্স, মধ্যবাজার কে ২০,০০০/- টাকা; মেসার্স আহম্মদ বস্ত্রালয়, আধুনিক সুপার মার্কেট কে ৫,০০০/-টাকা এবং মেসার্স মুহাম্মদ বস্ত্রালয়, আধুনিক সুপার মার্কেট কে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর’ কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম পলাশ খাঁন।
জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক মোঃ খাইরুল ইসলাম, পরিচালক, (বিএসটিআই), রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.