বিএসটিআই রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ২২-০৯-২০২১খ্রিঃ তারিখে পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার শালগাড়িয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে মেসার্স শ্যামলী ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স গ্রহণ না করে চাটনি ও লাচ্ছা সেমাই পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স বনলতা সুইটস এন্ড বেকারি, বিসিক শিল্প নগরী, পাবনা এর কারখানা পরিদর্শন করা হয় এবং উৎপাদিত সকল পণ্যের লাইসেন্স থাকায় ধন্যবাদ প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে তাবাসসুম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম।
জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.