বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি রোববার (২১ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে ঘটে।
আহত পলাশ বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, দুপুরে ভুতিপুকুর গ্রামের সীমান্তের সাও নদীতে পলাশসহ কয়েকজন শ্রমিক নুড়ি পাথর সংগ্রহ করছিলেন। এ সময় ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিম নদীর পাড়ে থাকা চা বাগান থেকে শ্রমিকদের উদ্যেশ্যে গুলি ছোড়ে। একটি গুলি পলাশের পেটের বাম পাশে লাগলে পড়ে যায় সে।অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করায়। চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।
ডা. রাকিবুল হাসান বিটিসি নিউজকে জানান, পলাশের পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে।তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল যুবায়েদ হাসান বিটিসি নিউজকে জানান, বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে। পতাকা বৈঠকে বিষয়টি প্রতিবাদ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.