বাহুবলে ট্রাক – সিএনজি অটোরিক্সার সংঘর্ষে চালক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক নিহত হয়েছেন।
নিহত সিএনজি চালক হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশি গ্রামের ফজলু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৪)।
এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, দৌলতপুর গ্রামের আজগর আলী (৫০), একই গ্রামের মাসুদা আক্তার (৩৫), বাহুবল পল্লী বিদ্যুতের স্টাফ মুসলিম মিয়া (৪০)।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি  অটোরিক্সা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছেন উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন।
সড়ক অবরোধ ও নিহতের বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার  (তদন্ত) ওসি আলমগীর কবির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.