বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইবি’র শিক্ষকসহ ৩৫ শিক্ষার্থী আহত

কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে ফেরার পথে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গত বুধবার রাতে মোট ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীসহ নওগাঁয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের উদ্দেশে যাত্রা করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থী বহনকারী রাজ মটরস নামের ট্যুরের বাসটি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. জন শিক্ষক ধনঞ্জয় কুমার ও ড. মুরশিদ আলম আকাশসহ ৩৫ জন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রক্টরিয়াল বডি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিত্সা নিশ্চিত শেষে সকল ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের উপ-প্রধান ডা. পারভেজ হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, চিকিৎসাকেন্দ্রে ম্যানেজমেন্ট বিভাগের আহত শিক্ষক, শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরতর আহত ৩/৫ জন শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.