বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যাকারী পলাতক স্বামীকে গ্রেফতার করলো মোহনপুর থানা পুলিশ

রাজশাহী জেলা পুলিশ: বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যাকারী পলাতক স্বামীকে গ্রেফতার করলো মোহনপুর থানা পুলিশ।
অদ্য ১০-৬-২০২০ ইং তারিখ রাজশাহীর মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিজ স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাকারী পলাতক স্বামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনিরুল ইসলাম(২৭), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-খাজাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।

উল্লেখ্য যে, ১০-৬-২০২০ ইং তারিখ রাত অনুমান ১২.৩০ টার দিকে রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউনিয়নের মুল্লাডাঙ্গি গ্রামের আয়নাল হকের বসতবাড়ি হতে গৃহবধু আখি আক্তার(২০), পিতা-আয়নাল হক, সাং-জাহানাবাদ, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীর মৃতদেহ উদ্ধার হয়।

এ বিষয়ে মৃত আখি আক্তারের পিতা আয়নাল হক বাদী হয়ে জামাতা মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

০৩ বছর আগে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের সাথে আখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল ইসলাম যৌতুকের দাবীতে আখি আক্তারকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত মনিরুল ইসলাম গত দিবাগত রাতে শ্বশুর বাড়িতে গিয়ে আখি আক্তারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শয়ন কক্ষে শিকল লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে আজ বুধবার দুপুর ০২.০০ টার দিকে মোহনপুর থানার একটি টিম বাগমারা থানা এলাকা হতে মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.