বকশীগঞ্জে প্রতিবন্ধী স্কুলে চিকিৎসা উপকরণ বিতরণ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সততা জনকল্যাণ সংস্থার অর্থায়নে মালিরচর মৌলভীপাড়া দুস্থ প্রতিবন্ধী ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে ডিজিটাল থেরাপি মেশিন, প্রেশার মাপার যন্ত্র বিপি, ওজন মাপার যন্ত্র সহ বিভিন্ন প্রকার চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) উপজেলা সমাজসেবা অফিসার মো: হাবিবুর রহমান ও বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে.এম শামছুর রহমান এবং সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: খাইরুল ইসলাম প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা লালমনি আক্তার এর কাছে এসব চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন।

এসময় সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ঐ প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তৈরি নকশীকাঁথা, পুতির কাজ, মাস্ক তৈরি, মোবাইল সার্ভিসিং এবং হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখে অভিভূত হন।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস চলাকালে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিবন্ধীদের তৈরিকৃত মাস্ক বিনামূল্যে বিতরণ করছেন ঐ বিদ্যালয়ের পরিচালক মো: খাইরুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.