বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশবন্ত সিন্হা যোগ দিলেন তৃণমূলে

কলকাতা প্রতিনিধি: বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে। তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশবন্ত সিন্হা। আজই সুদীপ বন্দ্যোপাধ্যায় -ডেরেক ওব্রাহেম-সুব্রত মুখার্জিদের উপস্থিতিতে যোগদান, খবর তৃণমূল সূত্রে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত।
দুবছর আগে বিজেপি ত্যাগ করেন। প্রথমে জনতা দল, তারপর দলতা পার্টিতে যোগ দেন যশবন্ত সিন্‌হা। বাজপেয়ী সরকারের আমলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি।
এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী-সহ তৃণমূলের নেতাদের বিজেপি ভাঙিয়ে আনছে।
তিনি লিখেছিলেন, ‘‘নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি। নির্বাচনের পরেও এক দফার জন্য প্রস্তুত থাকুন। তাই এই সময় অন্য কিছু নয়, এখন সময়ের দাবি বিপুল ভোটে জিতে আসুক তৃণমূল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.