বাঙালির রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসে জাতীয় চার নেতাকে হত্যা : লিটন

বিশেষ (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটন বলেছেন, স্বাধীনতাবিরোধী জাতীয় শত্রু ও ঘাতকেরা বাঙালির রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসের হীন উদ্দেশ্যেই জাতীয় চার নেতাকে কারাভ্যন্তরে হত্যা করেছিল।

কিন্তু দেশবাসী সকল ষড়যন্ত্র ছিন্ন করে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। তিনি ক্ষুধা, দারিদ্র মুক্ত, তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ অব্যাহত রেখেছেন।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নশরতপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা লোকমান হাকিম সহ আরোও অনেকে। লিটন বলেন, ৩ নভেম্বর বাঙালি জাতির গভীর বেদনার দিন।

জাতি দিনটিকে জেলহত্যা দিবস হিসাবে পালনের মাধ্যমে জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ সহযোগী শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহীদ এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতাই স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকায় থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আওয়ামী লীগ নেতা লিটন আরও বলেন, আমি সবাইকে জাতীয় শত্রুদের বিরুদ্ধে সচেতন ও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (নাটোর) প্রতিনিধি মো. নাসিম উদ্দিন নাসিম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.