বাঘা- চারঘাটে মেয়র লিটনের পথসভা : শাহরিয়ারকে বিজয়ী করার অঙ্গীকার

:লীগ প্রতিবেদকরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে বাঘায় ও চারঘাটে পৃথক দুইটি পথসভা করেছেন ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার বিকেল থেকে রাত আটটায় পর্যন্ত এসব পথসভায় মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীর সব দ্বন্দ্ব-ভেদাভেদ ভুলে শাহরিয়ার আলমকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৫টায় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ৩০ ডিসেম্বর সব দ্বন্দ্ব-ভেদাভেদ ভুলে রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলমকে বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।

তিনি আরো বলেন, নৌকা বিজয়ী হলেই দেশের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে আরেকবার বাস্তবায়ন করার সুযোগ দিন। অতীতে নৌকা ছাড়া কেউ উন্নয়ন করেনি, মানুষের কল্যান করেনি।

আগামীতে উন্নয়নে নৌকার বিকল্প নেই। তিনি আরো বলেন, নৌকা বিজয়ী হলে শুধু রাজশাহী শহর নয়, জেলায়ও ব্যাপক উন্নয়ন হবে।

বাঘা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুস কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক সাংসদ রায়হানুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি মাহফুজুল আলম লোটন, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় চারঘাট শহীদ মিনার চত্বরে আরেকটি পথসভার আয়োজন করে চারঘাট উপজেলা আওয়ামী লীগ। এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মেয়র খায়রুজ্জামান লিটন।

পথসভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশে আবার সন্ত্রাস-জঙ্গিবাদ ফিরে আসবে। দেশের শান্তির জন্য, উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে প্রধানমন্ত্রীকে আরেকবার সুযোগ দিন।

চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক সাংসদ রায়হানুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি মাহফুজুল আলম লোটন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। #( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.