বাগেরহাটে র‌্যাব এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মোংলা ফরেস্ট ঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র‌্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রামপাল উপজেলার ভাগা বাজারেও আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিন র‌্যাব-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত ২৮৭ দস্যুর মাঝে খাবার ও নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করা হয়।

র‌্যাব-৮ এর কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামান বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।

দেশের এই করোনা পরিস্থিতে তাদের যাতে খাবারের কষ্ট না হয় সে জন্য আমরা চাল, ডাল, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করেছি। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.